ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিরাজগঞ্জে আকষ্মিকভাবে বাঁধ ধসে ৫০ মিটার বিলীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের ক্রসবার ৩নং বাঁধে তিনটি অংশে আকষ্মিকভাবে ধস দেখা দিয়েছে।   

শনিবার সকাল ১০টা থেকে আকষ্মিকভাবে এই ধস দেখা দেয়। এখন পর্যন্ত প্রায় ৫০ মিটার বাঁধে ধস নেমেছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা স্বীকার করেছেন।   

স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ যমুনার পানি ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পানি কমার সাথে সাথে আকষ্মিকভাবে ধস দেখা দিয়েছে।   

তারা অভিযোগ করে বলেন, বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কাজের গাফিলতিসহ বাঁধের পাশ থেকে বালি উত্তোলন করায় এই ধস দেখা দিয়েছে। দ্রুত ধস রোধ করা সম্ভব না হলে আরও ব্যাপক ক্ষতির মুখে পড়বে এই বাঁধ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানি কমতে থাকায় এবং বাঁধের পাশ থেকে বালি উত্তোলন করায় এই ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকদিন বালি উত্তোলন বন্ধসহ ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ধস রোধে বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে।   

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি